news | logo

৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে সেপ্টেম্বর, ২০২৪ ইং



ডেঙ্গু আক্রান্ত হয়ে সালথার এক কৃষকের মৃত্যু

প্রকাশিত : সেপ্টেম্বর ২৮, ২০১৯, ১৩:৩৫

ডেঙ্গু আক্রান্ত হয়ে সালথার এক কৃষকের মৃত্যু

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। তার নাম সিরাজুল ইসলাম (৪০)। শনিবার ভোরে সিরাজুল ইসলাম নামের ঐ ব্যক্তি মারা যায়।

সিরাজুল ইসলাম ফরিদপুর জেলার সালথা উপজেলার নারানদিয়া গ্রামের ফেলু শেখের ছেলে। সিরাজুল ইসলাম মাদারীপুরের শিবচরে বসবাস করতেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কামদা প্রসাদ সাহা জানান, গত রবিবার ডেঙ্গু রোগে আক্রন্ত হয়ে শিবচর হাসপাতালে ভর্তি হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি জানান, গত পাচঁদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পরে শনিবার আজ ভোরে তার মৃত্যৃ হয়। এ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ জনের মৃত্যু হলো।

উল্লেখ্য, এ পর্যন্ত ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগে ভর্তি হয়েছে ২৭শ ১৯চন । এর মধ্যে ২ হাজার ৭৬ জন সুস্থ হয়ে বাড়ীতে ফিরে গেছে । বর্তমানে ভর্তি রয়েছে ২০২ জন। এছাড়াও গত ২৪ ঘন্টায় এ জেলাতে ডেঙ্গু রোগ নিয়ে ভর্তি হয়েছে ৩০ জন রোগী।




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com