news | logo

৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে সেপ্টেম্বর, ২০২৪ ইং



গৃহবধুকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার

প্রকাশিত : আগস্ট ২৬, ২০১৯, ০২:২০

গৃহবধুকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার

শফিকুল খান জনি , নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় গৃহবধুকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা মামলার মূল আসামি স্বামী কাওসার মুন্সিকে গ্রেফতার করেছে নগরকান্দা থানা পুলিশ। দুইদিন অক্লান্ত চেষ্টা করে ঢাকার উত্তরা থেকে  কাওসারকে (২৭) গ্রেফতার করে।
গত ২৭ জুলাই নগরকান্দা উপজেলাধিন ছাগলদী গ্রামে বাসি খেঁচুরী ফেলে দেওয়ায় গৃহবধু  কাদরিয়াকে তার স্বামী ও শাশুড়ী শরীরে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা করে। এতে গৃহবধু কাদরিয়ার নিম্নাংশ পুড়ে যায়। এ ঘটনায় ওই দিনই নগরকান্দা থানায় ৪ জনকে আসামি করে মামলা রুজ্জু হয়। মামলার তদন্তের দায়িত্ব পান এস আই কাজী মহসিন।
আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা মামলায় ইতোপূর্বে একজন আসামি গ্রেফতার হলেও মূল আসামিসহ বাকিরা ছিল পলাতক।
জানা যায়, নগরকান্দা থানার অফিসার ইন চার্জ  মোঃ মিজানুর রহমানের দিক নির্দেশনায় ওসি (তদন্ত) মিরাজ হোসেন, তদন্তকারী কর্মকর্তা এসআই কাজী মহসিন প্রযুক্তির সহায়তা গ্রহন করেন। অবশেষে প্রযুক্তির মাধ্যমে ২৫ আগষ্ট  ভোর রাতে মূল আসামি স্বামী কাওসার মুন্সিকে ঢাকার উত্তরার ১১ নাম্বার সেক্টর থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
নগরকান্দা থানার ওসি(তদন্ত) মিরাজ হোসেনের নেতৃত্বে এসআই কাজী মহসিন, এএসআই আকতার হোসেন গ্রেফতার অভিযান পরিচালনা করেন।
ওসি (তদন্ত) মিরাজ হোসেন জানান, প্রযুক্তির সহায়তায় ঢাকায় দুই দিন অবস্থান করে কাওসারকে গ্রেফতার করি। শীঘ্রই পলাতক অন্য আসামিদের গ্রেফতার করা হবে।




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com