news | logo

৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে সেপ্টেম্বর, ২০২৪ ইং



নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছ জব্দ

প্রকাশিত : আগস্ট ২৫, ২০১৯, ০৫:৩৩

নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছ জব্দ

স্টাফ রিপোর্টার:
নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছ জব্দ করেছে বোয়ালমারী উপজেলা মৎস্য অফিস।
শনিবার (২৪.০৮.২০১৯) বিকেলে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা সুদীপ কুমার বিশ্বাসের নেতৃত্বে পৌর সদরের তালতলা বাজার থেকে ৫০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়।
জানাযায়, গোপন সংবাদের ভত্তিতে মৎস্য কর্মকর্তা ও তার সহযোগীরা তালতলা বাজারে পৌছিলে, মাছ ব্যবসায়ী টের পেয়ে মাছ ফেলে পালিয়ে যায়। পরে মাছ গুলো জব্দ করে উপজেলার তিনটি এতিমখানা ও মাদ্রাসার মধ্যে বিতরণ করা হয়।
মৎস্য কর্মকর্তা জানান পিরানহা মাছ রাক্ষুসে স্বভাবের। এরা দেশিয় প্রজাতির মাছ ও পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর।
মৎস্য রক্ষা ও সংরক্ষণ বিধিমালা ১৯৮৫ অনুযায়ী পিরানহা মাছ আমদানি, বহন, প্রজনন, চাষ ও বিক্রয় নিষিদ্ধ।




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com