news | logo

৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে সেপ্টেম্বর, ২০২৪ ইং



ফরিদপুরে জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত : আগস্ট ১৫, ২০১৯, ০৬:১২

ফরিদপুরে জাতীয় শোক দিবস পালিত

আগামীর প্রত্যাশা ডেক্সঃ

ফরিদপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় সরকারী রাজেন্দ্র কলেজ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের প্রতিকৃতিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন এমপি এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন মৃধা, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা, শহর আওয়ামীলীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান লেভী, সাধারন সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালামসহ আওয়ামীলীগের নেতৃবৃবন্দ।

এছাড়া সকল সরকারী-বেসরকারী বিভিন্ন সামজিক সংগঠনের পক্ষ থেকেও পুস্পস্তবক অর্পন করা হয়।

এর আগে সকাল ৮টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সরকারী রাজেন্দ্র কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

এদিকে শোক দিবস উপলক্ষে জেলার মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা, রক্তদান ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জায়গায় জায়গায় কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে।




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com