news | logo

৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে সেপ্টেম্বর, ২০২৪ ইং



ভেজাল দুধের কারখানাকে ৫০ লাখ টাকা জরিমানা

প্রকাশিত : আগস্ট ০৭, ২০১৯, ১৮:২০

ভেজাল দুধের কারখানাকে ৫০ লাখ টাকা জরিমানা

আগামীর প্রত্যাশা ডেক্সঃ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নকল ও ভেজাল দুধ উৎপাদনের দায়ে এক প্রতিষ্ঠানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওই প্রতিষ্ঠানের ১২ কর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির নাম বারো আউলিয়া ডেইরি মিল্ক অ্যান্ড ফুড লিমিটেড। উপজেলার পুরিন্দা বাজার এলাকায় এটি অবস্থিত। ভ্রাম্যমাণ আদালতের আদেশে প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেওয়া হয়েছে।

র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের নেতৃত্বে র‌্যাব-১১ বুধবার দুপুর ১২টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করে। অভিযানে বিএসটিআই ও পানিসম্পদ অধিদপ্তর সহযোগিতা করে।

সাজা পাওয়া ব্যক্তিরা হলেন আবুল কালাম আজাদ, আবদুল আজিজ, মো. আমিনুল হক, মো. রায়হান মিয়া, আরিফুল ইসলাম, মো. আবুল কাশেম, মো. তারেক মাহমুদ, টুটুল সরকার, রিফাত আহম্মেদ, মো. দ্বীন ইসলাম, মো. আসিফ শেখ ও মো. জাফর। এদের মধ্যে ছয়জনকে ২ বছর ও বাকি ছয়জনকে ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

র‌্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী বুধবার সন্ধ্যার দিকে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বারো আউলিয়া ডেইরি মিল্ক অ্যান্ড ফুড লিমিটেড স্কিমড পাউডার, লবণ, সোডিয়াম, পানি ও বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশিয়ে নকল তরল দুধ তৈরি করে আসছিল। এ ছাড়া দুধের সঙ্গে বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশিয়ে ভেজাল দুধ ও দধি উৎপাদন করছিল। ডেইরি ফ্রেশ ব্র্যান্ড নামে এসব পণ্য দীর্ঘদিন ধরে বাজারজাত করে হচ্ছিল। তা ছাড়া উৎপাদনের তারিখ না দিয়ে অগ্রিম তারিখ ও বিএসটিআইয়ের নীতিমালা লঙ্ঘন করে খাদ্য উৎপাদন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ লাখ টাকা জরিমানা ও ১২ জনকে শাস্তি দেওয়া হয়েছে।




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com