news | logo

৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে সেপ্টেম্বর, ২০২৪ ইং



ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত শিশুর মৃত্যু

প্রকাশিত : আগস্ট ০৫, ২০১৯, ১০:৫১

ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত শিশুর মৃত্যু

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অথৈ সাহা (১১) নামে ফরিদপুরের বোয়ালমারী এলকায় এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (০৫.০৮.২০১৯) সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

অথৈ সাহা বোয়ালমারী পৌর সদরের কামারগ্রামের কানাই সাহার মেয়ে ও অল-ব্রাইট প্রি-ক্যাডেট স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী।

বোয়ালমারী বাজারের স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি অগ্নি কুমার দে  জানান, অথৈ সাহা গত ৬/৭ দিন যাবত জ্বরে ভুগছিলো। প্রথমে স্থানীয় ডাক্তার দেখানো হয়। রোববার তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়। ঢাকার ধানমন্ডি ৭নং রোডে আনোয়ারা প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে সে মারা যায়। কানাই সাহার তিন মেয়ের মধ্যে সে দ্বিতীয়। কানাই সাহা ঢাকায় জুয়েলারি ব্যাগের ব্যবসা করেন।




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com