news | logo

৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে সেপ্টেম্বর, ২০২৪ ইং



আলফাডাঙ্গায় গুজব ঠেকাতে প্রশাসনের গণসচেতনতামূলক সভা

প্রকাশিত : জুলাই ৩০, ২০১৯, ১৫:৫৬

আলফাডাঙ্গায় গুজব ঠেকাতে প্রশাসনের গণসচেতনতামূলক সভা

মো. ইকবাল হোসেন, আলফাডাঙ্গা  ফরিদপুর) প্রতিনিধিঃ

গুজবে বিভ্রান্তি হবেন না। আইন নিজের হাতে তুলে নিবেন না, পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে” এটি একটি গুজব, ছেলে ধরা সন্দেহ হলে আপনারা আমাদের খবর দেন, আমরা তার ব্যবস্থা নিবো, আইন নিজের হাতে তুলে নিবেন না। কথা গুলো বললেন অনুষ্ঠানের সভাপতি আলফাডাঙ্গা থানা অফিসার ইনর্চাজ (ওসি) রেজাউল করিম।গতকাল (৩০.০৭.২০১৯) সকাল ১০ টায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় থানা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান ( জাহিদ),  তার বক্তব্য বলেন বর্তমানে এ সব গুজব ছড়ানো হচ্ছে, সরকারকে বেকায়দায় ফেলার জন্য, তাই গুজবে কেউ কান দিবেন না, কাউকে সন্দেহ হলে প্রশাসনকে খবর দেন, প্রশাসন তার ব্যবস্থা নিবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিদর্শক (তদন্ত) মো. ফয়সাল আহম্মেদ, অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এই র‌্যালিতে অংশ নেন।




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com