news | logo

৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে সেপ্টেম্বর, ২০২৪ ইং



একটি গাছ একটি প্রাণ.. ফরিদপুরের ডিসি

প্রকাশিত : জুলাই ২১, ২০১৯, ১২:৩৯

একটি গাছ একটি প্রাণ.. ফরিদপুরের ডিসি

ফরিদপুর অফিসঃ
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, একটি গাছ মানেই হচেছ একটি প্রাণ। মানুষে মানুষে বিভেদ করে কিন্তু গাছ  বিভেদ সৃস্টি করে না, শুধু নিরবে পরিবেশের ও মানবজাতীর কল্যাণ করে। গাছকে তুচ্ছ ভাবার কোন সুযোগ নেই। আগামী সুষ্ঠ সুন্দর পরিবেশে জীবন যাপন করতে হলে প্রচুর গাছ লাগাতে হবে। ভবিষ্যতে আমারদের প্রতিকূল আবহাওয়া মোকাবেলা করতে হলে গাছই হবে রক্ষা কবজ।
ফরিদপুরের সেচ্ছাসেবি সংগঠন তরুছায়ার কর্মীদের সাথে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাত কালে জেলা প্রশাসক এসব কথা বলেন।
এ সময় ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার তার অফিস ক্যাম্পাসে তরুছায়ার দেওয়ার একটি বৃক্ষরোপন করেন।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালন মনিরুজ্জামান, চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, আলফাডাঙ্গা পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, তুরুছায়ার সভাপতি খালিদ মাহমুদ সজিব, সাধারন সম্পাদক তানভীর সাকিব, স্থানীয় সাংবাদকর্মী রেজাউল করিম, শেখ মফিজুর রহমান শিপন, জাকির হোসেন প্রমুখ।




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com