news | logo

৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে সেপ্টেম্বর, ২০২৪ ইং



বন্যার্তদের মাঝে ত্রাণ নিয়ে হাজির হলেন ফরিদপুরের জেলা প্রশাসক

প্রকাশিত : জুলাই ২২, ২০১৯, ১২:২৫

বন্যার্তদের মাঝে ত্রাণ নিয়ে হাজির হলেন ফরিদপুরের জেলা প্রশাসক

আগামীর প্রত্যাশা ডেক্সঃ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের চরকালিকাপুর এলাকায় বন্যাকবলিত অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

সোমবার সকাল ১০টার দিকে পদ্মা নদীর চরাঞ্চলে গিয়ে তিনি তাদের কথা শোনেন এবং ত্রাণ বিতরণ করেন। এসময় তিনি বলেন, সরকার যেকোনো দূর্যোগে মানুষের পাশে রয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা ছুটে এসেছি আপনাদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিতে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন মুসা, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা নাসরিন, ইউনিয়ন চেয়ারম্যান ফরহাদ হোসেন, জেলা ত্রাণ কর্মকর্তা সাইদুর রহমান উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক অতুল সরকার বলেন, সরকার বন্যাদুর্গতদের পাশে রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ফরিদপুরের সদর, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গত কয়েকদিন পানি বাড়লেও আজ সোমবার ২৪ ঘণ্টায় গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি ৬ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

জেলা ত্রাণ কর্মকর্তা সাইদুর রহমান জানান,  সোমবার চরভদ্রাসনে দুই শ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। খাবারের মধ্যে ১০ কেজি চাল, ডাল, তেল, চিনি, লবণ, চিড়া, নুডলস ও খাবার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেওয়া হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসক শিশুদের হাতে বিভিন্ন ধরনের খেলনা তুলে দেন।




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com