news | logo

৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে সেপ্টেম্বর, ২০২৪ ইং



ফরিদপুরে বন্যা: ২২৩ গ্রাম পানিবন্দি,৩০টি বিদ্যালয় বন্ধ

প্রকাশিত : জুলাই ২৩, ২০১৯, ১২:২৫

ফরিদপুরে বন্যা: ২২৩ গ্রাম পানিবন্দি,৩০টি বিদ্যালয় বন্ধ

আগামীর প্রত্যাশা ডেক্সঃ
ফরিদপুরের বন্যায় এখনো মানুষ দূর্ভোগে রয়েছে। বন্যার পানিতে নিমজ্জিত হওয়ায় ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বন্ধ ঘোষনা করা হয়েছে। এছাড়াও ২২৩টি গ্রাম মানুষ বন্যার পানিতে বন্দি রয়েছে। জেলা প্রশাসন বলছেন, বন্যার্তদের পাশে সরকারি কর্মকর্তারা সব সময় রয়েছে, পৌছে দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রী।

পদ্মা নদীর পানি গোয়ালন্দ পয়েন্টে বর্তমানে বিপদসীমার ৪৫ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

গোয়ালন্দ পয়েন্টের গেজ রিডার ইদ্রিস আলী জানান, গত ২৪ ঘন্টায় ওই পয়েন্টে পদ্মা নদীর পানি ১০ সেন্টিমিটার কমেছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, বন্যার পানিতে নিমজ্জিত হওয়ায় ফরিদপুরের বন্যা কবলিত তিনটি উপজেলার ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান রবিবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান,বন্যায় প্লাবিত পানিবন্দি পরিবারের খোজ খবর নেওয়া হচ্ছে নিয়মিত এবং ত্রাণ দেওয়া হচ্ছে। তিনি জানান, এখন পর্যন্ত চারটি উপজেলায় ১৫টি ইউনিয়নে ২৮০ মেট্রিকটন চাল ও নগদ ২লক্ষ ৯০ হাজার টাকা দেওয়া হয়েছে।




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com