news | logo

৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে সেপ্টেম্বর, ২০২৪ ইং



স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশিত : জুলাই ২৩, ২০১৯, ১০:৩৩

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আগামীর প্রত্যাশা ডেক্সঃ

সিরাজগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-১–এর বিচারক ফজলে খোদা মো. নাজির এই রায় দেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামি হলেন কামরুল। তিনি বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার চরবনবাড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ১৯৯৮ সালে সিরাজগঞ্জের দিয়ার ধানগড়া মহল্লার আজিজের মেয়ে মুন্নি খাতুনের সঙ্গে চরবনবাড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে কামরুলের বিয়ে হয়। ২০১২ সালের ১১ জুলাই মুন্নির স্বামী যৌতুকের দাবিতে তাঁর স্ত্রী মুন্নিকে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহত নারীর বড় বোন পারুল খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল হামিদ লাভলু এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com