news | logo

৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে সেপ্টেম্বর, ২০২৪ ইং



জোরপূর্বক সেলফি নিয়ে ফেসবুকে আপলোড, সপ্তম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত : এপ্রিল ২৩, ২০১৯, ১০:১২

জোরপূর্বক সেলফি নিয়ে ফেসবুকে আপলোড, সপ্তম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

‘গত ২০ এপ্রিল মেয়ে বাড়ি থেকে কোচিংয়ে যাওয়ার পথে জোর করে মুখচেপে ধরে সেলফি তুলে ফেসবুক প্রোফাইলে আপলোড করে এক বখাটে।’

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বখাটেদের যন্ত্রণা সইতে না পেরে আত্মহননের পথ বেছে নিয়েছে সপ্তম শ্রেণির এক ছাত্রী। সোমবার (২২ এপ্রিল) রাতে ঘরের সিলিংয়ের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে।

সরিষাবাড়ী উপজেলার সাঞ্চেরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ।

মেয়েটির শোকার্ত বাবার অভিযোগ, ‘‘সরিষাবাড়ী পৌরসভার মূলবাড়ি এলাকার মতি তালুকদারের ছেলে তানিন তালুকদার আমার মেয়েকে বিগত দুই বছর ধরে উত্যক্ত করে আসছে। তাকে নিষেধ করা হলেও সে ভ্রুক্ষেপ করেনি। তার অভিভাবকদের অনেকবার বলা সত্বেও তারা তাদের ছেলেকে শাসন করেনি।’’

ঢাকা ট্রিবিউনকে তিনি জানান, ‘‘গত ২০ এপ্রিল আমার মেয়ে বাড়ি থেকে কোচিংয়ে যাওয়ার পথে জোর করে মুখ চেপে ধরে সেলফি তুলে ফেসবুক প্রোফাইলে আপলোড করে তানিন। ছবিটি বন্ধুদের মাঝেও ছড়ায় সে। মেয়ে বিষয়টি আমাকে জানালে আমরা ওই বখাটের বাবা-মাকে অবহিত করি। কিন্তু তারা কোনও গুরুত্ব দেয়নি।’’

কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, ‘‘ফেসবুকে ছবি দেওয়ার পর থেকেই মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিল। আমি এর বিচার চাই।’’

ভুক্তভোগী পরিবারটির সদস্যরা জানান, বখাটের অত্যাচারে আত্মহননের পথ বেছে নেওয়া ওই শিক্ষার্থী সরিষাবাড়ী পৌর এলাকার সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। সে  সোমবার সন্ধ্যার দিকে সরিষাবাড়ী আরামনগর বাজারের একটি কোচিং সেন্টার থেকে

পড়া শেষে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে বাড়িতে ফিরে আসে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেয়ের সাড়াশব্দ না পেয়ে মেয়ের থাকার ঘরে গেলে ভেতর থেকে দরজা বন্ধ পান। ডাকাডাকির পরেও সাড়া না পেয়ে বাড়ির লোকজন দরজা ভেঙে ভেতরে ঢুকে ঘরের সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান।




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com