news | logo

১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই মে, ২০২৪ ইং



কুমিল্লা, বরুড়ায় মাদ্রাসার শিক্ষক এর কাছে ছাত্র লাঞ্ছিত।

প্রকাশিত : এপ্রিল ১৭, ২০১৯, ১২:৪১

কুমিল্লা, বরুড়ায় মাদ্রাসার শিক্ষক এর কাছে  ছাত্র লাঞ্ছিত।

নবীপুর পুর্বপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছেন মোহাম্মদ অলিউল্লা সাহেব। মাদ্রাসায় দীনি শিক্ষা অর্জনের জন্য ভর্তি করেন একজন অসহায় গরিব রিক্সা চালক লোকমান মিয়া। গ্রাম হোসেনপুর পোঃ মহেশপুর বরুড়া,কুমিল্লা। সে সারাদিন রিক্সা চালিয়ে মাসে মাসে মাদ্রাসার বেতনদেন । তার পরেও বাবা চায় তার ছেলে শিক্ষিত হোক। কিন্তু দেখেন সবাই তাঁর ছেলের অবস্থা কি করেছে বদমেজাজি শিক্ষক। এই ছোট শিশুদেরকে তোলেদেন বাবা,মা শিক্ষকের হাতে। আর সুযোগ পেয়ে নির্যাতন করেন শিশুর উপর। গত 16,04,2019 ইং এই গঠনা করে। কাঁচা বাঁশের জিংলা দিয়ে পিটিয়ে জখম করেছে।তখন ছেলে প্রাণের ভয়ে পালিয়ে যায় বাড়িতে।এইঅবস্থা দেখে ছেলের গাডিয়ান কান্নাকাটি করে লোকজনকে জানান। পরে তাকে বরুড়া উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মাজহারুল ইসলাম স্যারকে দেখান । রামমোহন তমিজিয়া উচ্চবিদ্যালয়ের মাঠে।সেখানে ছিলেন বর্তমান চেয়ারম্যান জনাব নাজমুলহাসান র্সদার। ওনাকে এই বিষয়ে তদন্ত করতে আদেশ করেন,নির্বাহী স্যার।আমরা এই অপেক্ষায় আছি।
#গোলাম_জিলানী… হোসেনপুর




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com