news | logo

৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে সেপ্টেম্বর, ২০২৪ ইং



সীতাকুণ্ডে ১০ লক্ষ টাকার অবৈধ কাঠসহ আটক ৩

প্রকাশিত : এপ্রিল ১৭, ২০১৯, ১১:২২

সীতাকুণ্ডে ১০ লক্ষ টাকার অবৈধ কাঠসহ আটক ৩

সীতাকুণ্ডে অভিনব কায়দায় তিন পাচারকারী চোরাই কাঠসহ একটি ট্রাক আটক করেছে চট্টগ্রাম উত্তর বন বিভাগের ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের কর্মকর্তাগন।

বুধবার (১৭ এপ্রিল) ভোর ৫ টায় উপজেলার মাদামবিবির হাট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের সামনে ঢাকা মেট্রো- ঢ-১৪-৬৩৭৭ ট্রাকটি আটক করা হয়।

এই বিষয়ে বন আইনে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

আটককৃতরা হলেন পটুয়াখালী জেলার সদর থানার হাকী খালী গ্রামের মোজফফর গাজীর পুত্র ফারুক (৪৫) ড্রাইভার, ভোলা সদর থানা চর চন্দ্র পোশাধ গ্রামের নুরুল ইসলামের পুত্র খোকন (৪২) ও মৌলভী বাজার জেলার কমলগঞ্জ থানার লঙ্গর পাহাড় গ্রামের মৃত ইছন মিয়ার পুত্র হারুন মিয়া (৪০)।

জানা যায়, চট্টগ্রাম শহর থেকে ঢাকা মেট্রো- ঢ-১৪-৬৩৭৭ ট্রাক চেরাই কাঠের উপর কয়েকটি ভূষির বস্তা দিয়ে বোঝাই করে ঢাকার উদ্যেশে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় বন কর্মকর্তা, চট্টগ্রাম উত্তর বন বিভগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ বখতিয়ার নূর সিদ্দিকী এর নির্দেশে ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, ফরেস্টার স্টেশনের অন্যান্য সহযোগী কর্মকর্তা ও সহকর্মীগণ সহ কাঠ বোঝাই ট্রাকটি আটক করে।

মোঃ আরিফুল ইসলাম, ফরেস্টার, ষ্টেশন কর্মকর্তা, ফৌজদার হাট বিট-কাম-চেক ষ্টেশন জানান, জব্দকৃত বনজ দ্রব্যের পরিমান আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা।




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com