news | logo

৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে সেপ্টেম্বর, ২০২৪ ইং



ঢাবির বৈশাখী কনসার্ট বাতিল করা হয়েছে

প্রকাশিত : এপ্রিল ১৩, ২০১৯, ১৫:০৭

ঢাবির বৈশাখী কনসার্ট বাতিল করা হয়েছে

শুক্রবার রাতে ও শনিবার সকালে দুই দফা ভাঙচুর ও অগ্নিসংযোগের পর নিরাপত্তাহীনতা এবং আবারও হামলার আশঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত কনসার্ট বাতিল করে স্টেজ গুটিয়ে নিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

শনিবার বিশ্ববিদ্যালয়ের মল চত্বর থেকে কনসার্টের সমস্ত আয়োজন গুটিয়ে নিয়ে যায় স্পন্সর প্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ এবং কোমলপানীয় প্রতিষ্ঠান মোজো। দুই দফা ভাঙচুর ও অগ্নিসংযোগে তাদের প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাত একটার দিকে ছাত্রলীগের একটি অংশ এসে এই আয়োজনে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। তারপর এ নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে সাগর নামে স্যার এফ রহমান হল ছাত্রলীগের এক কর্মী আহত হন। এ বিরোধের জের ধরে পুনরায় শনিবার সকাল ৮টার দিকে দুটি বাইকে চারজন এসে পেট্রোল ঢেলে কনসার্টের সাউন্ডবক্সে আগুন দিয়ে যায়। এ ঘটনায় পুনরায় হামলা ও নিরাপত্তাহীনতায় ভুগছেন আয়োজকরা। সকাল থেকেই তারা কনসার্টের সমস্ত আয়োজন গুটিয়ে নেয়।




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com