news | logo

২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা মে, ২০২৪ ইং



৭ বছরের শিশুর ৫২৬টি দাঁত!

প্রকাশিত : আগস্ট ০২, ২০১৯, ০৭:৪১

৭ বছরের শিশুর ৫২৬টি দাঁত!

অনলাইন ডেক্সঃ

এমন ঘটনা বিশ্বের চিকিৎসা ইতিহাসে নেই। মাত্র ৭ বছরের শিশুর মুখে অস্ত্রোপচার করে ৫২৬টি দাঁত বের করা হয়েছে। বিভিন্ন মাপের দাঁত। সম্প্রতি ভারতের চেন্নাইয়ের সবিতা ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতালে এ ঘটনা ঘটে।

চিকিৎসকরা জানান, চোয়াল কেটে তার ভিতর থেকে একটি থলির মত অংশ পাওয়া যায়। যার ওজন ছিল ২০০ গ্রাম। সেই থলির মধ্যেই তৈরি হয়েছিল ৫২৬টি দাঁত। এর মধ্যে এমন কয়েকটি অতি ক্ষুদ্র দাঁতও ছিল।

ওই শিশুর যখন বয়স ৩ বছর, তখনই তার বাবা-মা লক্ষ্য করেন ছেলের চোয়ালের কাছে ফোলা। তখন বিষয়টি তারা বিশেষ গুরুত্ব দেয়নি। কিন্তু ফোলাটা দিন দিন বাড়তে থাকে। ৭ বছর বয়সে শিশুটির বাবা-মা চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক এক্স-রে ও সিটি স্ক্যান করে। সেই রিপোর্টের ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

অস্ত্রোপচারের সময় ওই শিশুরটির চোয়াল কাটা হয়। তখনই তার ভিতর থেকে বেরিয়ে আসে একটি থলের মত বস্তু। সেটি কাটতেই তার মধ্যে ৫২৬টি দাঁত পাওয়া যায়। ৫ ঘণ্টা লাগে এই বিরল অস্ত্রোপচার করতে। তবে অস্ত্রোপচারের পর ওই শিশুটি ভাল আছে। দ্যা হ্যান্ট নিউজ।




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com