news | logo

৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে সেপ্টেম্বর, ২০২৪ ইং



১৬ বছর একটি কচ্ছপ পালিত হয়ে আসছিলো

প্রকাশিত : এপ্রিল ২৮, ২০১৯, ১৫:৪৯

১৬ বছর একটি কচ্ছপ পালিত হয়ে আসছিলো

সুন্দরবন এলাকার এক জেলে পরিবারের
কাছে দীর্ঘ প্রায় ১৬ বছর
ধরে একটি কচ্ছপ পালিত
হয়ে আসছিলো। খুব একটা খারাপ
ছিলো তা কিন্তু নয়। এই পরিবার
কচ্ছপটিকে নিজেদের পরিবারের
সদস্যের মত করেই লালন পালন
করে আসছিলো। এর মাঝে পরিবারের
ছোট সদস্যরা বড় হয়ে উঠেছে। কচ্ছপও
বড় হয়েছে।
বর্তমানে কচ্ছপটির ওজন ১৮ কেজি।
পরিবারের সদস্যদের
সাথে কচ্ছপটি খুব সুন্দর
ভাবে নিজেকে মানিয়ে নিয়েছে।
সবার সাথে মিলে মিশেই
সে বেড়ে উঠেছে। কিন্তু সমস্যা অন্য
যায়গায়, যেভাবেই হোক বন বিভাগের
লোকজনের কানে এই কচ্ছপের
কথা পৌঁছেছে এবং পরিবেশ রক্ষার
কথা বলে এই পরিবারের কাছ
থেকে কচ্ছপটি উদ্ধার করে কোন এক
চিড়িয়াখানায় স্থানান্তর করার
পরিকল্পনা হাতে নেয়।
অবশেষে সিদ্ধান্ত নেয়া হয় কচ্ছপ
পালনকারী ওই পরিবারকে কিছু অর্থ
দিয়ে কচ্ছপটি ভাওয়াল ন্যাশনাল
পার্কে স্থানান্তর করা হবে। সেই
হিসেবেই কাজ শুরু হয়।
পার্কে কচ্ছপটি কেমন
থাকবে তা জানা না গেলেও দীর্ঘ
প্রায় ১৬ বছর জেলে পরিবারের সদস্য
হিসেবে সেটি ভালই ছিল। যেদিন
কচ্ছপ নিয়ে আসা হবে সেদিন ওই
পরিবার এবং কচ্ছপের
মাঝে দেখা যায় হৃদয় ভাঙ্গা কষ্টের
এক মুহূর্ত।




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com