news | logo

২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই নভেম্বর, ২০২৪ ইং



সালথায় সরকারী খাল দখল করে বালু ভরাট, ক্ষতিগ্রস্থ কৃষি জমি ও কৃষকেরা

প্রকাশিত : আগস্ট ২৯, ২০১৯, ১৩:৩০

সালথায় সরকারী খাল দখল করে বালু ভরাট, ক্ষতিগ্রস্থ কৃষি জমি ও কৃষকেরা

এফ.এম.আজিজুর রহমান (আজিজ), সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদি-নকুলহাটি সড়কের শমসের আলী সড়ক মোড়ের পাশে সরকারী খাল দখল করে অবৈধ্যভাবে ড্রেজার মেশিন দিয়ে বালি ভরাট করা হয়েছে। খাল ভরাট করায় এলাকাবাসীর ভোগান্তি চরমে ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষি জমি ও কৃষকেরা।
স্থানীয়রা জানিয়েছেন, বিভাগদি গ্রামের জুলহাস মাতুব্বারের ছেলে মনিরুল ইসলাম কয়েকদিন আগে ড্রেজার মেশিন দিয়ে কিত্তা মৌজায় তাদের একটি জমিতে বাড়ি করার জন্য বালি ভরাট করে। সেই সাথে এলাকাবাসীর ব্যবহারিত খাল ভরাট করে পাকা রাস্তার সাথে সংযোগ করেন। পানি নিষ্কাশনের জন্য কয়েকদিন আগে ঐ খালের উপর একটি কালভার্ট নির্মাণ করেছে ইউনিয়ন পরিষদ। এলাকার কৃষকরা পাট ও ধান কেটে এই খালের মধ্যে দিয়ে আনা-নেওয়া করেন। বালি ভরাট করে খালটি বন্ধ করায় চরম ভোগান্তিতে পড়েছে চাষীরা ও স্থানীয় কৃষি জমি হুমকির মুখে।
এবিষয়ে মনিরুল ইসলাম বলেন, ওখানে কোন সরকারী জায়গা নেই। আমাদের জমির ভিতর আমরা ড্রেজার মেশিন দিয়ে বালি ভরাট করেছি।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বলেন, সরকারী খাল ভরাট করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com