news | logo

২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই নভেম্বর, ২০২৪ ইং



সালথায় ভিক্ষুক দম্পত্তির গর্ভবতী মেয়ের বিয়ে হলো স্থানীয়দের প্রচেষ্টায়

প্রকাশিত : অক্টোবর ১৭, ২০১৯, ০১:০৭

সালথায় ভিক্ষুক দম্পত্তির গর্ভবতী মেয়ের বিয়ে হলো স্থানীয়দের প্রচেষ্টায়

এফ.এম.আজিজুর রহমান (আজিজ)

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ বাবা একজন পাগল ভিক্ষুক, মাও ভিক্ষুক খুপড়ী একটি ঘরে ছোট বোন নাদিরাকে ২ শতাংশ জমির উপর বসবাস সোনিয়ার। সোনিয়া নিজেও একজন বুদ্ধিও শারীরিক প্রতিবন্ধী মেয়ে। বাড়ির পাশ্ববর্তী বাজারে যেতে হতো তাকে নিয়মিতই চা-মুদি দোকারদার ইমরানের দোকানে। সময়ে অসময়ে ইমরানের দোকানে যেয়ে সোনিয়া হয়েছে ৫ মাসের গর্ভবতী। এমনই এক ঘটনা ঘটেছে ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের কুমারকান্দা গ্রামের।

স্থানীয়রা জানান, কুমারকান্দা গ্রামের ভিক্ষুক ছব্দার আলীর বড় মেয়ে সোনিয়ার সাথে পাশ্ববর্তী যদুনন্দী খাল পাড়া গ্রামের রফিক মোল্যার ছেলে কুমারকান্দা বাজারের দোকারদার মোঃ ইমরান মোল্যা (২৫) এর সাথে সক্ষ্যতা গড়ে ওঠে। সেই সুবাদে বিভিন্ন প্রসাধনীর প্রলোভনে দোকানের ভিতরেই চলে অবাধ মেলামেশা। সোনিয়া হয়ে পড়ে ৫মাসের গর্ভবতী।

বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী সোনিয়া বুজে উঠতে পারেনি যে সে নিজে গর্ভবতী হয়েছে। মেয়ের অবস্থা দেখে মায়ে জিজ্ঞসা করলে সে বলে দোকানদার ইমরান করেছে এই কাজ। পেটের সন্তান ইমরানের। এলাকায় এই ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরে গুজ্ঞন চলছিল।

অভিযুক্ত ইমরান প্রথম দিকে অস্বিকার করলেও পরে সে স্বীকার করে নিয়েছে। এলাকার সাধারন জনগনের চাপের মুখে অবশেষে বিয়ের পিড়িতে বসতে বাধ্য হয়েছে। গতকাল (১৬ সেপ্টেম্বর) বুধবার বিকালে স্থানীয়রা এই বিয়ের আয়োজন করে। কয়েক হাজার স্থানীয়দের উপস্থিতিতে এই বিয়ে সম্পুর্ন হয়েছে বলে জানা যায়।

যদুনন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রব মোল্যা বলেন, স্থানীয়রা যে কাজটি করেছে তা প্রসংশনীয়। এমন ঘটনার সঠিক বিচার হয়েছে বলে আমি মনে করি। এই দাম্পত্তি যদি সঠিক ভাবে সংসার করে আমি এদের আর্থিক সহযোগিতা করবো। এদের সুখে দুঃখে পাশে থাকবো।




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com