news | logo

৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে সেপ্টেম্বর, ২০২৪ ইং



সালথায় ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করলেন ডিসি

প্রকাশিত : জুলাই ২৭, ২০১৯, ২৩:১১

সালথায় ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করলেন ডিসি

এফ.এম.আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক জনাব অতুল সরকার। গতকাল শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্তরে উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও উপজেলা বন বিভাগের আয়োজনে ৩ দিন ব্যাপি এই ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়।

এই সময় টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় চার হাজার ২২ টি গাছের চারা বিনামূলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্র/ ছাত্রীদের মাঝে বিতরন করেন উপজেলা বন বিভাগ। পরে ঘূর্ণীঝড় ও বর্জপাত পতিরোধ শীর্ষক দীর্ঘ মেয়াদী তাল বীজ রোপন ও উদ্বোধন করেন জেলা প্রশাসক। সালথা উপজেলা সদর বাজার থেকে সোনাপুর বাজার পর্যন্ত ৫ কিলোমিটার এই তাল বীজ রোপনের আওতায় আনা হবে। এই উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ উপনেতার রাজনৈতিক প্রতিনিধি ও কৃষি গভেষক শাহদাব আকবর চৌধুরী লাবু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসলাম মোল্যা, সংসদ উপনেতার একান্ত সহকারী সচিব জনাব সফিউদ্দিন, সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা কবির ত্রপা প্রমূখ। ।




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com