news | logo

৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে সেপ্টেম্বর, ২০২৪ ইং



সালথায় কিশোরী ধর্ষন মামলার আসামী গ্রেফতার

প্রকাশিত : সেপ্টেম্বর ২৯, ২০১৯, ০৮:৩৫

সালথায় কিশোরী ধর্ষন মামলার আসামী গ্রেফতার

এফ.এম.আজিজুর রহমান (আজিজ)

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরী ধর্ষন মামলার আসামী আবুল হাসান ওরফে রাজু শেখ (২০) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮.০৯.২০১৯) দিবাগত রাত ১১ টার দিকে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কদমতলী গ্রাম থেকে গ্রেফতার করে সালথা থানা পুলিশ। রাজু ওই গ্রামের সোহরাফ শেখের ছেলে।

মামলা সুত্রে জানা গেছে, সালথা উপজেলার ১৬ বছরের এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষন করে রাজু।

শুক্রবার (২৭.০৯.২০১৯) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজু আবারও ওই কিশোরীকে ফোনে বাড়ির দক্ষিন পাশে লেবুর বাগানে ফোন করে ডেকে এনে রাজু কিশোরী সাথে ফের অনৈতিক সম্পর্ক স্থাপন করতে চাইলে কিশোরী তাতে বাধা দিয়ে বিয়ের ব্যবস্থা করতে বলে। রাজু বিয়ের বিষয় এড়িয়ে কিশোরীর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষন করে।

এসময় কিশোরী কৌশলে তার মুখ থেকে ধর্ষকের হাত সরিয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসলে ধর্ষক পালিয়ে যায়।

আশপাশের লোকজন ওই কিশোরীকে উদ্ধার করে  তার মা-বাবার কাছে পৌঁছে দেয়।

এঘটনায় সালথা থানায় একটি ধর্ষন মামলা দায়ের করা হয়েছে।

মামলার উপ-পরিদর্শক (এস.আই) মমিনুর রহমান বলেন, ধর্ষন মামলার একমাত্র আসামী আবুল হাসান ওরফে রাজু শেখকে কদমতলী গ্রাম থেকে শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে।

এ ব্যপারে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, কিশোরী ধর্ষন মামলার আসামী আবুল হাসানকে গ্রেফতার করে রবিবার সকালে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com