news | logo

৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই মে, ২০২৪ ইং



শেয়ারবাজার উন্নয়নে প্রধানমন্ত্রীর আশ্বাস

প্রকাশিত : এপ্রিল ১২, ২০১৯, ১৬:৩৮

শেয়ারবাজার উন্নয়নে প্রধানমন্ত্রীর আশ্বাস

শেয়ারবাজারের চলমান মন্দাবস্থা উত্তোরণে করণীয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন। এসময় শেয়ারবাজারে স্বাভাবিকতা ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

বুধবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭.৩০-৭.৪৫ এ গণভবনে যান বিএসইসি চেয়ারম্যান।

সাক্ষাতে শেয়ারবাজারের বর্তমান মন্দাবস্থা দূর করতে করনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বিএসইসি চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে এই বাজারের স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে অর্থমন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংককে পদক্ষেপ গ্রহনের জন্য নির্দেশ দিয়েছেন।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শেয়ারবাজারের চলমান মন্দাবস্থার কারনে বিএসইসি চেয়ারম্যানকে ডেকে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরে বিএসইসি চেয়ারম্যানের কাছে শেয়ারবাজারের চলমান অবস্থার বিস্তারিত জানতে চান। এর আলোকে বিএসইসি চেয়ারম্যান বিস্তারিত তুলে ধরেন। এবং চলমান সমস্যা কাটিয়ে উঠতে কিছু পরামর্শ শেখ হাসিনার কাছে দেন। এরপরে করণীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com