news | logo

২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা মে, ২০২৪ ইং



রাজ্যসভাতেও তিন তালাক বিল পাস

প্রকাশিত : জুলাই ৩০, ২০১৯, ২২:৪৭

রাজ্যসভাতেও তিন তালাক বিল পাস

দীর্ঘ টানাপোড়েনের পর রাজ্যসভাতেও তিন তালাক বিল হয়েছে৷ মঙ্গলবার ৯৯-৮৪ ভোটে সংসদের উচ্চকক্ষে বিলটি পাস হয়।

তিন তালাক উচ্চারণের মাধ্যমে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করার অধিকার ছিল মুসলিম সমাজের পুরুষদের একচেটিয়া অধিকার৷ তার বিরোধিতায় আন্দোলনে নামে একদল সংখ্যালঘু নারী৷ তাদের দাবি ছিল তিন তালাক প্রক্রিয়াকে অপরাধ বলে গণ্য করা৷ নরেন্দ্র মোদি সরকারের প্রথম মেয়াদে বারবার বিলটি পাসের দোরগোড়ায় গিয়েও ফিরে আসে৷ তবে মোদি সরকার বরাবরই সংখ্যালঘু মহিলাদের সুরক্ষা দিতে তৎপর ছিল৷

মোদি সরকারের নিরলস পরিশ্রমে লোকসভায় পাস হওয়ার পর রাজ্যসভাতেও মঙ্গলবার ভোটাভুটিতে পাস হয়ে গেল মুসলিম নারীদের অধিকার সুরক্ষা সংক্রান্ত এই বিলটি৷ যদিও এদিন বিল পাসের বিরোধিতায় যথারীতি সরব ছিল বিরোধী কয়েকটি দল৷ ভোটদানে বিরত ছিল বিএসপি, টিআরএস৷ অনুপস্থিত ছিলেন ওয়াইএসআর কংগ্রেস, এনসিপির বেশ কয়েকজন সাংসদ৷

এবার রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায়৷ আর তা হয়ে গেলে শুধুমাত্র মুখে উচ্চারিত ‘তালাক শব্দে বিবাহবিচ্ছেদ তো নয়ই, এমনকী এই পথে হাঁটলে ফৌজদারি অপরাধী হিসেবে গণ্য করে বিচার হবে তাদের৷ বড়সড় সাজার মুখে পড়বেন মুসলিম পুরুষরা৷




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com