news | logo

২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই মে, ২০২৪ ইং



রাজধানীতে গণপরিবহনে শৃঙ্খলা আনয়নে স্পেশাল টাস্কফোর্সের অভিযানের ফলাফলঃ ১৪তম দিন

প্রকাশিত : এপ্রিল ০৭, ২০১৯, ১৪:২১

রাজধানীতে গণপরিবহনে শৃঙ্খলা আনয়নে স্পেশাল টাস্কফোর্সের অভিযানের ফলাফলঃ ১৪তম দিন

ঢাকা মহানগরীর গণপরিবহনে শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে ডিএমপি’র ট্রাফিক বিভাগ হতে গঠন করা হয়েছে স্পেশাল টাস্কফোর্স।

স্পেশাল টাস্কফোর্স ৭ এপ্রিল ২০১৯ রবিবার ১৪তম দিনে রাজধানীতে অভিযান পরিচালনা করে ট্রাফিক আইন অমান্যকারী মোট ৬৬৮টি গণপরিবহনে তল্লাশী করে ১৩৫টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ২০৮টি গাড়ি রেকারিং ও ১৬টি গাড়ি ডাম্পিং করেছে।

তার মধ্যে ট্রাফিক পূর্ব বিভাগ বাসাবো, বৌদ্ধমন্দির ও সায়দাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে ১০০ টি গণপরিবহন তল্লাশী করে ২০টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন ও ৩৮টি গাড়ি রেকারিং করে।

ট্রাফিক পশ্চিম বিভাগ শ্যামলী রিং-রোড ও বিজয় স্মরণী এলাকায় অভিযান পরিচালনা করে ১৫৮ গণপরিবহন তল্লাশী করে ৬০টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ৪৪টি গাড়ি রেকারিং ও ১৪টি গাড়ি ডাম্পিং করে।

ট্রাফিক উত্তর বিভাগ মহাখালী ও কামারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২৮০ টি গণপরিবহন তল্লাশী করে ২০টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ৭৩টি গাড়ি রেকারিং ও ২টি গাড়ি ডাম্পিং করে।

এদিকে ট্রাফিক দক্ষিণ বিভাগ জিরো পয়েন্ট ও নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে ১৩০টি গণপরিবহন তল্লাশী করে ৩৫টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন ও ৫৩টি গাড়ি রেকারিং করে ।




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com