news | logo

৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে সেপ্টেম্বর, ২০২৪ ইং



যাত্রাবাড়ীতে মাদরাসায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

প্রকাশিত : এপ্রিল ১৮, ২০১৯, ০৪:২২

যাত্রাবাড়ীতে মাদরাসায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার কুতুবখালী এলাকায় একটি মাদরাসায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বুধবার দিনগত রাত ১টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে। এর আগে বুধবার (১৭ এপ্রিল) রাত ১২টার পরে আগুন লাগে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিবেন জানান, ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার ও পোস্তগোলার ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এর আগে, গত ২৮ মার্চ রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের পাশের ১৭ নম্বর সড়কে ফারুক রূপায়ন (এফআর) টাওয়ারের ভয়াবহ আগুনে ঘটনাস্থলে ২৫ জন ও হাসপাতালে একজন নিহত হন। আহত হন আরও ৭৩ জন।

এর দুইদিন পরই গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে আগুন লাগে। আগুনে মার্কেটের কাঁচাবাজার পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া ২০ ফেব্রুয়ারি পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা মোড়ের ওয়াহেদ মঞ্জিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয় ৭১ জন। আহত হন অনেকে। এ ঘটনায় হতাহতদের পরিবারের সদস্য এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনেকেই সব হারিয়ে এখন মানবেতর জীবনযাপন করছেন।




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com