news | logo

৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে মে, ২০২৪ ইং



ময়লা জমে বন্ধ হয়ে গেছে বেসিনের পাইপ, কী করবেন?

প্রকাশিত : নভেম্বর ০৮, ২০১৯, ০৩:৪৫

ময়লা জমে বন্ধ হয়ে গেছে বেসিনের পাইপ, কী করবেন?

অনেক কারণে বেসিনের পাইপে ময়লা জমে বন্ধ হয়ে যেতে পারে। চর্বি বা তেলজাতীয় খাবার পড়ে সাধারণ বন্ধ হয়ে যায় বেসিনের পাইপ।

ফলে পানি নির্গমন বন্ধ হয়ে পড়তে হয় বিড়ম্বনায়। খুব সহজেই জ্যাম হয়ে থাকা পাইপ পরিষ্কার করতে পারেন।

জেনে নিন বেসিনের পাইপে জমে থাকা ময়লা কীভাবে পরিষ্কার করবেন?

বেকিং সোডা ও লবণ

আধা কাপ বেকিং সোডার সঙ্গে ১/৪ কাপ লবণ মিশিয়ে ঢেলে দিন বেসিনে। এবার ১ কাপ ভিনেগার গরম করে ঢেলে সঙ্গে সঙ্গে আটকে দিন বেসিনের ড্রেনের অংশ। ৩০ মিনিট অপেক্ষা করে গরম পানি দিয়ে পরিষ্কার করে ফেলুন।

লবণ ঢালুন বেসিনে

১ কাপ লবণ ঢালুন বেসিনে। এক কেটলি গরম পানি নিয়ে ধীরে ধীরে পুরোটা ঢেলে দিন লবণের উপরে। ৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

ফুটন্ত গরম পানি

ফুটন্ত গরম পানি ঢালুন বেসিনে। ১ কাপ বেকিং সোডা দিয়ে অপেক্ষা করুন। মিনিট কয়েক পর সমপরিমাণ ভিনেগার ও গরম পানি একসঙ্গে মিশিয়ে ঢেলে দিন।




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com