news | logo

৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে সেপ্টেম্বর, ২০২৪ ইং



মুক্তিযোদ্ধাদের চিকিৎসার সকল ঔষধ কিনে দিবে সরকার -আ.ক.ম.মোজাম্মেল হক

প্রকাশিত : জুলাই ২৬, ২০১৯, ১২:১২

মুক্তিযোদ্ধাদের চিকিৎসার সকল ঔষধ কিনে দিবে সরকার  -আ.ক.ম.মোজাম্মেল হক

মো: ইকবাল হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি:

সরকার দেশের সকল মুক্তিযোদ্ধাদের চিকিৎসার সকল দায়দায়িত্ব নিবে, এই জন্য দেশের বিভিন্ন হাসপাতালে টাকা দেওয়া হয়েছে। আপনারা এখন বিনা পয়সায় চিকিৎসা নেবেন।
এখন থেকে রাস্তা ঘাট, ব্রিজ মুক্তিযোদ্ধাদের নামে করা হবে। দেশের সকল মুক্তিযোদ্ধাদের কবর একই রকম করে গড়ে তোলা হবে। পাঠ্যসূচিতে এখন রাজাকারদের অপকর্মের কথা অর্ন্তভূত করা হবে,যাতে নতুন প্রজন্ম এ সকল বিষয়ে জানতে পারে।


শুক্রবার (২৬.০৭.২০১৯) দুপুরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা মুুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন ও মুুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধামন্ত্রী আ.ক.ম.মোজাম্মেল হক এ কথা বলেন। এছাড়াও একযোগে ফরিদপুর জেলার চরভদ্রাসন ও সালথা মুুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করা হয়।
মোজাম্মেল হক বলেন সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী বছর জুলাই থেকে মুক্তিযোদ্ধাদের সম্মানীভাতা ১৫ হাজার টাকা করা হবে। তিনি বলেন এর বাইরেও মুক্তিযোদ্ধারা বিভিন্ন উৎসব ভাতা পাবেন।


ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে আলফাডাঙ্গা উপজেলা হলরুমে অনুষ্টিত সমাবেশে অতিরিক্ত জেলা প্রশাসক মো. সালাহউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা মুুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রকল্প পরিচালক আব্দুল হাকিম, ফরিদপুর এলজিইডি নির্বাহী প্রকৌশলী কে.এম ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুজ্জামান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফয়েজ আহম্মেদ, ও উপজেলা চেয়ারম্যান এ.কে.এম.জাহিদুল হাসান (জাহিদ), পৌর মেয়র সাইফুর রহমান সায়ফার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা এস.এম.আকরাম হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান (নারী) লায়লা পারভীন, আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রেজাউল করিম প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক মো. মাহিদুল ইসলাম।




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com