news | logo

৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে সেপ্টেম্বর, ২০২৪ ইং



বোয়ালমারীতে যুবলীগের সম্মেলন স্থগিত চেয়ে আ’লীগের বর্ধিত সভা

প্রকাশিত : জুলাই ২৮, ২০১৯, ১৪:২৩

বোয়ালমারীতে যুবলীগের সম্মেলন স্থগিত চেয়ে আ’লীগের বর্ধিত সভা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিঃ

বুধবার অনুষ্ঠিতব্য উপজেলা যুবলীগের সম্মেলনকে কেন্দ্র করে উদ্ভুত পরিস্থিতি নিয়ে উপজেলা আ’লীগ রোববার (২৮.০৭.১৯) বিকেলে জরুরী বর্ধিত সভার আয়োজন করে। বর্ধিত সভায় আওয়ামী লীগ ও স্থানীয় এমপিকে পাশ কাটিয়ে যুবলীগ সম্মেলনের তারিখ নির্ধারণ করায় ক্ষোভ প্রকাশ করা হয়। বর্ধিত সভায় যুবলীগের সম্মেলন স্থগিত করার আহ্বান জানিয়ে সর্বসম্মত ভাবে রেজুলেশন করা হয়। সোমবার উপজেলা আ’লীগের সিদ্ধান্ত ও রেজুলেশন কেন্দ্রীয় ও জেলা যুবলীগের নেতাদের কাছে পৌছে দেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেল রেজা। আ’লীগের বর্ধিত সভায় সহসভাপতি মলয় কুমার বোসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, যুগ্ম সম্পাদক নাসির মো. সেলিম, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মৃধা মিলন ও সৈয়দ রাসেল রেজাসহ বিভিন্ন ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সম্পাদকবৃন্দ। বক্তারা সম্মেলন স্থগিতের জোর দাবি জানান। বক্তরা গত উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে যুবলীগের আহ্বায়ক শরীফ সেলিমুজ্জামান লিটুর সরাসরি বিরোধিতা করার বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। উদ্ভুত পরিস্থিতি নিয়ে জেলা যুবলীগের আহ্বায়ক এ এইচ এম ফোয়াদ মোবাইলে জানান, সম্মেলন স্থগিতের ব্যাপারে এখনও (সোমবার দুপুর) কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। রাতে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। সোমবার দুপুরে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক দাউদুজ্জামান দাউদ জানান, সম্মেলন স্থগিতের কোন নির্দেশনা পায়নি।




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com