news | logo

১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে এপ্রিল, ২০২৪ ইং



বুলবুলে ক্ষতিগ্রস্থ সকল পরিবারকে পূর্ণবাসন করা হবে : ত্রাণ প্রতিমন্ত্রী

প্রকাশিত : নভেম্বর ১৪, ২০১৯, ০৬:০১

বুলবুলে ক্ষতিগ্রস্থ সকল পরিবারকে পূর্ণবাসন করা হবে : ত্রাণ প্রতিমন্ত্রী

ঘুর্ণিঝড় বুলবুলের আঘাতে উপকুলীয় এলাকায় ক্ষতিগ্রস্থ সকল পরিবারকে ক্ষতিপূরণ ও পূর্ণবাসন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। বুধবার (১৩ নভেম্বর) সাভারের পার্বতীনগর এলাকায় সাভার উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় যোগ দিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, ঘুর্ণিঝড়ে যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই তালিকা এখনো আমাদের হাতে পাইনি। জেলা প্রশাসকদের পাঠানো তালিকা আসার পরে আন্তঃমন্ত্রণালয়ের সভা ডেকে প্রত্যেক মন্ত্রণালয়কে যার যার সেক্টর অনুযায়ী আমরা ক্ষতির তালিকা পৌঁছে দেবো।

তিনি বলেন, আগামী ১৫ নভেম্বর সাভার উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে যে কমিটি বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি উজ্জল করবে এবং বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে দলকে শক্তিশালী করবে, সেই রকম কমিটি দেওয়া হবে।

বর্ধিত সভায় এসময় আরও উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা ভাইস-চেয়ারম্যান শাহাদাত খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, সাভার পৌর মেয়র আব্দুল গণি প্রমুখ সহ সাভার উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com