বাড়ি জুড়ে সাজসাজ রব। চলছে রান্নাবান্না। গেটে অপেক্ষায় তরুণ-তরুণী। সামনেই সাজানো চমকপ্রদ সব খাবার। কিছুক্ষণ পরই বিয়ের সাজে আসবেন সবার কাঙ্খিত ব্যক্তি। কিন্তু একী!!! বিয়ে করতে বরের বাড়ি হাজির স্বয়ং কণে। সঙ্গে কণেযাত্রী।
শনিবার এমনি ব্যতিক্রমী এক বিয়ে হয়ে গেল মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা গ্রামে। দীর্ঘদিনের প্রচলিত সামাজিক রীতি ভেঙে বরের বাড়িতে কণের এমন উপস্থিতি জন্ম দিয়েছে ব্যাপক আলোচনার।
চুয়াডাঙ্গা জেলার হাজরাহাটি থেকে গাড়িবহর নিয়ে বিয়ের উদ্দেশ্যে ছেলের বাড়িতে যান কণে খাদিজা আক্তার। নব দম্পতি জানান, এমন ব্যতিক্রমী আয়োজনে তারা খুশি।
পুরুষশাসিত সমাজে নারী-পুরুষের সম মর্যাদার বার্তা ছড়াতেই এই আয়োজন, বলছেন বরের বাবা-মা।