news | logo

৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে সেপ্টেম্বর, ২০২৪ ইং



ফেক নিউজ সমাজের উন্নয়ন ও অগ্রগতি বাধাগ্রস্থ করে

প্রকাশিত : জুন ২৬, ২০১৯, ১২:১২

ফেক নিউজ সমাজের উন্নয়ন ও অগ্রগতি বাধাগ্রস্থ করে

প্রত্যাশা ডেক্সঃ

আমরা দেশের উন্নয়ন ও অগ্রগতি দেখতে চাই, এই জন্য গণমাধ্যমের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ সব সময় পেতে চাই। ফেক নিউজ সমাজের উন্নয়ন ও অগ্রগতিকে বাধাগ্রস্থ করে বলে মনে করেন ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক অতুল সরকার।

বুধবার বিকালে নবাগত এই জেলা প্রশাসক ফরিদপুরের কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমানরে সভাপতিত্বে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভয় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অতুল সরকার আরো বলেন, একজন ভাল সাংবাদিক সমাজের দর্পন হিসেবে কাজ করে।

তিনি বলেন, আমরা সব সময় ভালর সঙ্গে থাকতে চাই, মন্দকে পরিহার করে সামনের দিয়ে এগিয়ে যেতে সমাজের সকলের সহযোগিতা প্রয়োজন।
বঙ্গবন্ধুর এই জেলায় জেলা প্রশাসক হওয়ায় নিজেকে গর্বিত মনে করেন উল্লেখ করে বলেন, যার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে তার জেলা কাজ করাটা অনেক ভাগ্যের। তিনি ফরিদপুরের সকল পর্যায়ের মানুষের সহযোগিতা প্রত্যাশা করেন।

সভায় এ সময় বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেল, প্রফেসর শাহজাহান, অধ্যাপক মো. রেশাদুল হাকিম, পান্না বালা, হাসানউজ্জামান, কামরুজ্জামান সোহেল, বিজয় পোদ্দার প্রমুখ।




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com