news | logo

২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই নভেম্বর, ২০২৪ ইং



ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু

প্রকাশিত : অক্টোবর ০৮, ২০১৯, ০৩:০৫

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু

ফরিদপুর অফিসঃ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজবাড়ী জেলার মঞ্জু রানী (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার দিবাগত রাত ১টার দিকে তিনি মারা যান। সে গত সোমবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়ী থেকে এসে ভর্তি হন হাসপাতালে। মৃত মঞ্জুর বাড়ী রাজবাড়ীর সদর উপজেলার বসন্তপুর গ্রামে। সে ওই এলাকার হরিপদ কুমারের স্ত্রী।

এনিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত শিশুসহ ১১জন ডেঙ্গু রোগির মৃত্যু হলো।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কামদা প্রসাদ সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত সোমবার সকালে সে জ্বরে আক্তান্ত হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করেন পরিবারের লোকজন। পরে রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে ফরিদপুর সিভিল সার্জন ডা. এনামুল হক জানান, গত ২৪ ঘন্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ভর্তি হয়েছেন ১৪ জন। বর্তমানে জেলার হাসপাতল গুলোতে মোট চিকিৎসা নিচ্ছেন ৭৭ জন।

এছাড়াও গত ২০ জুলাই থেকে এ পর্যন্ত ২৯৯৫ জন চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ছুটি নিয়ে বাড়িতে ফিরে গেছেন ২৪৩৪ জন রোগি। আর ঢাকায় রের্ফাড করা হয়েছে ৪৭৪জনকে।




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com