news | logo

৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে সেপ্টেম্বর, ২০২৪ ইং



ফরিদপুরে র‌্যাবের অভিযানে গাজার বাগান উদ্ধার, বাগান মালিক আটক

প্রকাশিত : জুলাই ২১, ২০১৯, ১২:১৭

ফরিদপুরে র‌্যাবের অভিযানে গাজার বাগান উদ্ধার, বাগান মালিক আটক

আগামীর প্রত্যাশা ডেক্সঃ
ফরিদপুরে সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের ভাষানচর এলাকা থেকে নিষিদ্ধ গাজা গাছের বাগান উদ্ধার করেছে র‌্যাব ৮ এর একটি দল। এসময় মাদক ব্যাবসায়ী ও বাগান মালিককে আটক করেছে তারা।

রবিবার সকালে জেলার ভাষানচর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

ফরিদপুর র‌্যাবের কম্পানী অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার ভাষানচর এলাকা থেকে রবিবার অভিযান চালিয়ে শতাধিক গাজা গাছসহ একটি বাগান উদ্ধার করা হয়।

এসময় বাগানের মালিক জিলান সরর্দারকেও আটক করা হয়।

আটককৃত জিলান সরর্দার অধিক মুনাফার লোভে দীর্ঘদিন ধরে এই গাজার বাগান করে আসছিল। বাগান থেকে আটককৃত গাজার আনুমানিক বাজার মুল্য আড়াই থেকে তিন লক্ষ টাকা বলে ধারনা করা হচ্ছে।

পরে আটককৃত গাজা গাছসহ মাদকব্যাবসায়ীকে ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com