news | logo

৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে সেপ্টেম্বর, ২০২৪ ইং



ফরিদপুরের মাইক্রোবাস খাদে পড়ে নিহত-৩, আহত-৬

প্রকাশিত : জুন ২১, ২০১৯, ১৭:৪৩

ফরিদপুরের মাইক্রোবাস খাদে পড়ে নিহত-৩, আহত-৬

প্রত্যাশা ডেক্সঃ

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের কোমরপুর সেনা ক্যাম্পের সামনে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাড়ে পড়ে তিন জন নিহত হয়েছে, এসময় আহত হয়েছে আরো ৬ জন। এরা সকলেই ঢাকা থেকে বোয়ালমারীতে যাচ্ছিল।

ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপরে। নিহতরা হলো ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের দেউলি গ্রামে আসলাম মোল্লা ( ৫০), তার মা মহিরন নেছা (৬৮), এবং বোন আসিয়া বেগম ( ৪৭)। নিহত আসলাম মোল্লা ঢাকার গ্রামীম জুয়েলার্সের অংশীদার।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে দেড়টার সময় ঢাকা থেকে বোয়ালমারী গামী একটি মাইক্রোবাস ফরিদপুর শহরতলীর কোমরপুর এলাকার সেনা ক্যাম্পের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়।

এসময় ঘটনাস্থলেই গ্রামীন জুয়েলার্স এর মালিকসহ নিহত হয়েছে ২ জন। এ ঘটনায় আহত হয়েছে আরো ৭ মাইক্রোবাস যাত্রী। আহতদের ফরিদপুর ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। নিহত আহতরা সকলেই একই পরিবারের সদস্য।

পরে হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় আরো একজনের মৃত্যু হয়।

ফরিদপুর কোতয়ালী থানার ওসি এফএম নাছিম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনা স্থলে গিয়ে সেনা সদস্যদের সহায়তায় তাদের উদ্ধার করে ফমেকের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়।




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com