news | logo

১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৯শে এপ্রিল, ২০২৪ ইং



প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন রুবানা হক.

প্রকাশিত : এপ্রিল ০৭, ২০১৯, ১৪:২৭

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন রুবানা হক.

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন বিজিএমইএ’র নবনির্বাচিত সভাপতি রুবানা হক। মোহাম্মদী গ্রুপের এই ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমএ’র নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হওয়ার পর এটাই প্রধানমন্ত্রীর সঙ্গে তার প্রথম সাক্ষাৎ।রোববার (৭ এপ্রিল) বিকেলে রাজধানীর তেজগাঁওস্থ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন তিনি। সাক্ষাতে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন তারা। এসময় আরো উপস্থিত ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ আরো অনেকে।দীর্ঘ পাঁচ বছর পর শনিবার (৬ এপ্রিল) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সম্মিলিত ফোরামের পুরো প্যানেল জয়ী হওয়ার সভাপতির দায়িত্ব নেন মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক। তিনি বিজিএমইএর এযাবত্কালের প্রথম নারী সভাপতি। রুবানা হক ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের সহধর্মিণী। আনিসুল হকও বিজিএমইএ ও এফবিসিসিআইয়ে নেতৃত্ব দিয়েছিলেন।




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com