news | logo

২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই নভেম্বর, ২০২৪ ইং



নুসরাত হত্যাকারী পক্ষ হয়ে কোনো আইনজীবি কাজ করবেন না।

প্রকাশিত : এপ্রিল ১৫, ২০১৯, ১০:২৩

নুসরাত হত্যাকারী পক্ষ হয়ে কোনো আইনজীবি কাজ করবেন না।

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে শ্লীলতাহানি ও পুড়িয়ে হত্যার ঘটনার প্রধান আসামি মাওলানা সিরাজ উদ্দৌলার পক্ষে কোন আইনি সহায়তা করার অভিযোগে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কাজী বুলবুল আহম্মেদ সোহাগকে বহিষ্কার করা হ

য়েছে। পরবর্তীতে তিনি সিরাজের পক্ষ থেকে সরে আসেন।

এরপর সিরাজের পক্ষে আইনি সহায়তা দিচ্ছিলেন আইনজীবি সিরাজুল ইসলাম মিন্টু। তিনিও মামলা পরিচালনা করতে অপারগতা জানিয়েছেন। শোনা যাচ্ছে কোন আইনজীবিই এই আসামীর পক্ষে লড়তে চাচ্ছেন না।




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com