news | logo

১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে এপ্রিল, ২০২৪ ইং



জেনে নিন, দেশের কোন জেলায় কতজন করোনায় আক্রা’ন্ত?

প্রকাশিত : এপ্রিল ১২, ২০২০, ১০:৪৮

জেনে নিন, দেশের কোন জেলায় কতজন করোনায় আক্রা’ন্ত?

প্রাণঘা’তী করোনা ভাইরাসে দেশব্যাপী এখন পর্যন্ত ৬২১ জন আক্রা’ন্ত হয়েছেন (১২ এপ্রিল পর্যন্ত)। ১২ এপ্রিল নতুন করে এতে ১৩৯ জনের আক্রা’ন্ত হওয়ার কথা জানানো হয়েছে। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রা’ন্তের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা মহানগর। ঢাকা মহানগরীতে করোনা আক্রা’ন্ত রোগীর সংখ্যা ৩১৩ জন।

ঢাকা মহানগরীতে ৩১৩ জন, নারায়ণগঞ্জ ১৬০ জন, ঢাকা জেলাতে ২২ জন, গাজীপুর ২৩ জন, মাদারীপুর ১৯, মানিকগঞ্জ ৫, কিশোরগঞ্জ ১০ জন, রাজবাড়ী ৬, টাঙ্গাইল ২, গোপালগঞ্জ ৩ জন। চট্টগ্রাম জেলায় ১২, কুমিল্লা ৯ জন, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরে ৬ জন, গাইবান্ধা ৬ জন, রংপুর ২ জন, নীলফামারী ৩, ঠাকুরগাঁও ৩ জন, ময়মনসিংহ ৫ জন, জামালপুর ৬ জন, শেরপুর ২ জন, বরগুনা ৩, ঝালকাঠি ৩ জন।

১২ এপ্রিলের নিয়মিত বুলেটিনে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ২৫১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৩৯ জনের শরীরে করোনা ভাইরাস শনা’ক্ত হয়। ফলে মোট আক্রা’ন্তের সংখ্যা হয়েছে ৬২১। আক্রা’ন্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও চার জন মা’রা গেছেন। ফলে মোট মৃ’তের সংখ্যা দাঁড়ালো ৩৪ জনে।




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com