news | logo

৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে সেপ্টেম্বর, ২০২৪ ইং



চমেক হাসপাতালে কৃত্রিম আগুন : ফায়ার সার্ভিসের মহড়া

প্রকাশিত : এপ্রিল ২০, ২০১৯, ১২:২৬

চমেক হাসপাতালে কৃত্রিম আগুন : ফায়ার সার্ভিসের মহড়া

অগ্নিদুর্ঘটনা ঘটলে সহজে উদ্ধার কাজ এবং তাৎক্ষনিক করনীয় বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মহড়া চালিয়েছে ফায়ার সার্ভিস। এসময় কৃত্রিম আগুন সৃষ্টি করে আগুন নিয়ন্ত্রণে ফায়ার স্টেশনের ৭টি ইউনিটের শতাধিক কর্মীকে কাজ করতে দেখা যায়।

শনিবার সকালে হাসপাতালে ৩য় ও চতুর্থ তলায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটলে উদ্ধার কাজ কিভাবে হবে তা মহড়ার মাধ্যমে দেখানো হয়। মহড়ায় অগ্নিকান্ডের ঘটনা ঘটলে তাৎক্ষনিক করণীয় এবং ভূমিকম্পের সময় দুর্যোগ মোকাবেলার বিভিন্ন পন্থা অভিনয়ের মাধ্যমে প্রদর্শন করা হয়।

জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে ফায়ার সার্ভিস ইউনিটের অগ্নি নির্বাপণ এ মহড়ায় প্রশিক্ষনার্থীসহ শতাধিক কর্মী অংশ নেন। নিজেদের কর্মী বাহিনীর অভিনয়ের মাধ্যমে জনসাধারণকে সচেতন করতে নানান প্রযুক্তি তুলে ধরা হয় এ মহড়ায়। এসময় মহড়া দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভিড় করেন সাধারণ মানুষ।




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com