news | logo

২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই নভেম্বর, ২০২৪ ইং



চট্রগ্রাম পাহাড়তলীতে বৈদ্যুতিক টাওয়ার থেকে পড়ে রেলশ্রমিকের মৃত্যু

প্রকাশিত : এপ্রিল ১৪, ২০১৯, ১৯:২৮

চট্রগ্রাম পাহাড়তলীতে বৈদ্যুতিক টাওয়ার থেকে পড়ে রেলশ্রমিকের মৃত্যু

পাহাড়তলী রেলওয়ে কারখানায় বৈদ্যুতিক টাওয়ার থেকে পড়ে হাবিবুর রহমান (২৭) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত হাবিবুর রহমান ফটিকছড়ির পাইন্দং ক্যাপ্টেন এম এন সাফার বাড়ির মৃত শফিউল আলমের ছেলে। গতকাল শনিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করে। পরবর্তীতে শ্রমিকদের নিরাপত্তা বিধানসহ ৮ দফা দাবিতে ৭ দিনের আল্টিমেটাম দিয়ে আন্দোলনের ঘোষণা দেয় শ্রমিক নেতারা। এর পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ দাবি-দাওয়াগুলো বেঁধে দেয়া সময়ের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দেয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, পাহাড়তলী রেলওয়ে কারখানার বৈদ্যুতিক টাওয়ারে কাজ করতে গিয়ে হঠাৎ হাত ফসকে নিচে পড়ে যান হাবিবুর রহমান। এসময় নিচে লোহার রডের সাথে লেগে মাথা ফেটে অত্যধিক রক্তক্ষরণ হয়। গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com