news | logo

৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে মে, ২০২৪ ইং



গ্রেফতার ট্যাটুম্যান বাদশাকে ডিম থেরাপি দিচ্ছেন পুলিশ

প্রকাশিত : এপ্রিল ১৭, ২০১৯, ০৭:৫৮

গ্রেফতার ট্যাটুম্যান বাদশাকে ডিম থেরাপি দিচ্ছেন পুলিশ

অরুচিপূণ ট্যাটু আর অসামাজিক কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবার অভিযোগে গ্রেফতার বাদশা ট্যাটু নামে এক ব্যাক্তিকে পুলিশের সাইবার নিরাপত্তা দমন বিভাগ।

মঙ্গলবার (১৬ এপ্রিল) ডিএমপির সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল ইসলাম বাদশা নামের ঐ যুবককে নিউমার্কেট থেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে এডিসি নাজমুল ইসলাম বলেন, ‘তরিকুল বাদশাহ্‌ নামের এক ট্যাটু তৈরিকারক নিজের স্টুডিওতে অশ্লীল ভিডিও তৈরি করে এবং ট্যাটু স্টুডিও নিউ মার্কেট ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করে। সম্প্রতি এই ভিডিওটি ভাইরাল হয়। এ ধরনের অশ্লীল অঙ্গভঙ্গিযুক্ত ভিডিও নিঃসন্দেহে নিরাপদ ইন্টারনেটের জন্য হুমকি। একারণে তাকে গ্রেফতার করা হয়েছে।’
তরিকুলের বিরুদ্ধে পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) তাকে আদালতে হাজির করে রিমান্ড চাইবে পুলিশ।




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com