news | logo

১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই মে, ২০২৪ ইং



গ্রামীণফোনের কাছে ১২ হাজার কোটি টাকা পাবে সরকার!

প্রকাশিত : এপ্রিল ১৬, ২০১৯, ১৬:৫৩

গ্রামীণফোনের কাছে ১২ হাজার কোটি টাকা পাবে সরকার!

ঢাকা, ১৬ এপ্রিল- বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) পরিচালিত অডিটে গ্রামীণফোনের কাছে ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা পাওনা বলে জানিয়েছে। তবে এ দাবিকে “আইনগতভাবে ভিত্তিহীন” বলে অভিহিত করেছে গ্রামীণফোন।

আজ  বিটিআরসিকে দেয়া গ্রামীণফোনের এক চিঠিতে এ তথ্য উঠে এসেছে। কোম্পানিটি এই যু্ক্তিহীন অডিট প্রত্যাহার করার দাবিও জানিয়েছে। গ্রামীণফোনের বিবৃতি থেকে জানা গেছে, বিটিআরসি ২ এপ্রিল ২০১৯ সালে একটি দাবিনামার মাধ্যমে গ্রামীণফোনের কাছে বিটিআরসিকে ৮ হাজার ৪৯৪ কোটি ১ লাখ টাকা এবং জাতীয় রাজস্ব বোর্ডকে ৪ হাজার ৮৫ কোটি ৯৪ লাখ টাকা পরবর্তী ১০ কর্মদিবসে পরিশোধ করার নির্দেশ দেয়।




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com