news | logo

২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই নভেম্বর, ২০২৪ ইং



গাজী শামসুজ্জামান খোকনের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

প্রকাশিত : জুলাই ১৩, ২০১৯, ০৫:০৭

গাজী শামসুজ্জামান খোকনের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

স্টাফ রিপোর্টারঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জি.কে.কিন্ডারগার্টেনের উপদেষ্টা শিক্ষক, নাট্যকর্মী, আবৃত্তিকার, সাবেক ব্যাংকার গাজী শামসুজ্জামান খোকন-এর বিরুদ্ধে আনীত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন জি.কে.কিন্ডার গার্টেনের শিক্ষক-কর্মচারীবৃন্দ।
আজ (১৩.০৭.২০১৯) দুপুর ২টায় স্কুলের অফিস কক্ষে স্কুলের প্রধান শিক্ষক গাজী শাহিদুজ্জামান লিটনের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহিদা বেগম, সহকারী প্রধান শিক্ষক নাসরিন আক্তার, সহকারী শিক্ষক সরোজিৎ রাজবংশী, রেহানা সুলতানা, উৎপল সিকদার, ফজর আলী, লিপিকা মুখার্জী, আজমুল হোসেন পাবেল, শিউলি পারভীন, মো:শহিদুল্লাহ সজীব, স্কুলের কেয়ারটেকার মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা পোয়াইলের দেলোয়ার মাতুব্বরের প্রকৃত খুনীদের বিচার দাবি এবং স্কুলের উপদেষ্টা শিক্ষক গাজী শামসুজ্জামান খোকন এবং অন্যান্যদের বিরুদ্ধে আনীত মিথ্যা মামলা প্রত্যাহার এবং তার মুক্তি দাবি করে।




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com