news | logo

৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে সেপ্টেম্বর, ২০২৪ ইং



‘কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে’ যুবকের আত্মহত্যা

প্রকাশিত : আগস্ট ২৭, ২০১৯, ১৬:৪৪

‘কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে’ যুবকের আত্মহত্যা

আগামীর প্রত্যাশা ডেক্সঃ

ফরিদপুরের বোয়ালমারীতে ‘এনজিওর কিস্তির টাকা পরিশোধ না করতে পারায়’ রবিউল মোল্যা নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার সকালে বোয়ালমারী পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম কামারগ্রামে আড়ার সাথে তিনি গলায় ফাঁস দেন। পরে বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুই সন্তানের জনক রবিউল পশ্চিম কামারগ্রামের শুকুর মোল্যার পুত্র।

বোয়ালমারী পৌরসভার ৩নং ওয়ার্ডের কউন্সিলর শেখ আজিজুল হক জানান, রবিউল মোল্যা পেশায় ইলেক্ট্রনিক মিস্ত্রি। তিনি একাধিক এনজিও থেকে চার থেকে পাঁচ লাখ টাকার ঋণ উত্তোলন করেন। প্রতি সপ্তাহে ঋণের কিস্তি বাবদ একটি বড় অংকের টাকা তাকে পরিশোধ করতে হয়। কিস্তি পরিশোধ না করতে পারায় রবিউল মোল্যা আত্মহত্যার পথ বেছে নেন।’

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com