news | logo

৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে সেপ্টেম্বর, ২০২৪ ইং



ইয়াবা বিক্রেতার মৃত্যুতে মিষ্টি বিতরণ

প্রকাশিত : এপ্রিল ২৮, ২০১৯, ০৩:৪৩

ইয়াবা বিক্রেতার মৃত্যুতে মিষ্টি বিতরণ

পুলিশের খাতায় ১২টি মাদক মামলা ছিল, এমনকি মরার পরেও লাশের পকেটে মিলেছে ৩১০ পিস ইয়াবা। মৌলভীবাজারের শীর্ষ ইয়াবা বিক্রেতা মুহিবুর রহমান জিতু (২৬) শনিবার দুপুরে জেলার রায়শ্রী এলাকায় পুলিশের গুলিতে নিহত হন।

জানা গেছে, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর আক্রমণ করলে পরে পুলিশ গুলি চালায়। পরে জিতুকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। তার মৃত্যুর খবর জানাজানি হলে মিষ্টি বিতরণ করে এলাকাবাসী। জনমনে নেমে আসে স্বস্তি। জেলার রায়শ্রী, চাদনীঘাটসহ বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করতে দেখা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের প্রশংসার পাশাপাশি তার পেছনে থেকে যারা রাজনৈতিক প্রশ্রয় দিত তাদেরকে গ্রেফতারের দাবি জানিয়েছেন জেলাবাসী।

জানা গেছে, ইয়াবা বিক্রেতা জিতু ছিল খুব হিংস্র প্রকৃতির। জেলায় ইয়াবা বিস্তারে সে ছিল প্রথম সারিতে। জিতু নিজেকে ছাত্রলীগের নেতা দাবি করে প্রভাব বিস্তার করত এবং ছাত্রলীগের অনেক নেতার সঙ্গেও তার সখ্যতা ছিল।




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com