news | logo

৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে সেপ্টেম্বর, ২০২৪ ইং



আলফাডাঙ্গায় সরকারী জায়গা দখল করে দোকানঘর নির্মানের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

প্রকাশিত : জুলাই ১১, ২০১৯, ১০:২৮

আলফাডাঙ্গায় সরকারী জায়গা দখল করে দোকানঘর  নির্মানের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার:

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় সরকারী জায়গা দখল করে ভবন নির্মানের হিড়িক পড়েছে। সম্প্রতি বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজার চন্দনা বারাশিয়া নদী সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের (ওয়াপদা) দখল করে ফলিয়া গ্রামের মোঃ বকু মোল্যার ছেলে ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ মামুন মোল্যা   অবৈধ ভাবে দখল করে ভবন নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় বোয়ালমারী উপজেলা  সহস্রাইল বাজার ব্রিজের বিপরিতে সারিবদ্ধভাবে ৫টি পাঁকা দোকান ঘর নির্মান করছে। এবিষয়ে এলাকার একাধিক ব্যক্তি বলেন অভিযোগ করে বলেন- মামুন যুবলীগ নেতা, তাই ক্ষমতার দাপট দেখিয়ে আইন কানুণের তোয়াক্কা না করে রাতের আধারে জায়গা দখল করে একের পর এক পাঁকা ভবন নির্মান করছেন। ঐজায়গায় পূর্বেও মামুন আরো ৬টি পাঁকা ঘর একই ভাবে নির্মাণ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, নামধারী নেতারা যদি অবৈধ স্থাপনা নির্মাণ করেন, তাহলে সাধারণ মানুষ কোথায় দাড়াবে। উর্র্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com