news | logo

৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে সেপ্টেম্বর, ২০২৪ ইং



আলফাডাঙ্গায় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক -বিএনপি জামায়াত জোট প্রায় ৪৪ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছিল রাজাকারদের তালিকা করা হবে

প্রকাশিত : জুলাই ২৬, ২০১৯, ১৬:৪৫

আলফাডাঙ্গায় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক -বিএনপি জামায়াত জোট প্রায় ৪৪ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছিল রাজাকারদের তালিকা করা হবে

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকাকালীন সময়ে প্রায় ৪৪ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছিল বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শুক্রবার (২৬.০৭.১৯) দুপুরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলার আলফাডাঙ্গা, চরভাদ্রসন ও সালথা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স একযোগে উদ্বোধন পরবর্তী মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। তিনি আরও বলেন, ভিন্ন প্রক্রিয়ায় বাকা পথে যারা মুক্তিযোদ্ধার তালিকায় স্থান পেয়েছিল তাদের বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে। মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী আরও বলেন, সকল যুদ্ধাপরাধীদের বিচার করা হবে। ভয়ভীতি না পেয়ে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিন। মন্ত্রী বলেন, আগামী বছর মুজিব বর্ষ। সরকার মুজিব বর্ষ পালন উপলক্ষে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ১৫ লাখ টাকা ব্যয়ে বাড়ি নির্মাণ করে দেবে। যারা মুক্তিযোদ্ধাকালে মুক্তিযোদ্ধাদের খাদ্য ও আশ্রয় দিয়ে সহযোগিতা করেছেন তারা সহযোগী মুক্তিযোদ্ধা হবেন। তাদেরও তালিকা করা হবে। যারা পাকিস্তানিদের কাছ থেকে অস্ত্র ও ভাতা নিয়েছেন এবং তাদের সহযোগিতা করেছে রাজাকার হিসাবে তাদের তালিকা করা হচ্ছে বলে মন্ত্রী জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সালাহউদ্দিন। স্বাগত বক্তব্যে দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, মুক্তিযোদ্ধাকমপ্লেক্স প্রকল্প পরিচালক আব্দুল হাকিম, উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ, ফরিদপুর এলজিইডি নির্বাহী প্রকৌশলী এম ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুজ্জামান, পৌর মেয়র সাইফুর রহমান, উপজেলা আ’ লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান প্রমুখ।




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com