news | logo

৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে সেপ্টেম্বর, ২০২৪ ইং



অবৈধ মোবাইল ফোন ১ আগস্ট থেকে বন্ধ করা হবে: বিটিআরসি

প্রকাশিত : আগস্ট ০১, ২০১৯, ০৮:৫২

অবৈধ মোবাইল ফোন ১ আগস্ট থেকে বন্ধ করা হবে: বিটিআরসি

আগামীর প্রত্যাশা ডেক্সঃ

অবৈধ মোবাইল ফোন (হ্যান্ডসেট) বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে ন্যাশনাল ইক্যুপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রারের (এনইআইআর) মাধ্যমে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করা হবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

মোবাইল ফোন কিনতে আইএমইআই যাচাই ও রশিদসহ ফোন কিনতে বিটিআরসি নির্দেশ দিয়েছে।

মোবাইল ফোন অবৈধ বা নকল যাচাইয়ের জন্য ম্যাসেজে KYD টাইপ করে স্পেস দিয়ে ১৫ ডিজিটের আইএমইআই নম্বর দিয়ে সেটি ১৬০০২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে আইএমইআই (IMEI) নম্বরটি বিটিআরসির ডেটাবেজে সংরক্ষিত রয়েছে কি না তা জানতে পারবেন।

মোবাইল ইম্পোটার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিটিআরসিতে আইএমইআই সংক্রান্ত একটি ডেটাবেজ স্থাপন করা হয়েছে। সেখানে বৈধভাবে আমদানি করা সকল ফোনের আইএমইআই সংক্রান্ত তথ্য রাখা হচ্ছে।

উল্লেখ্য যে, *#06# ডায়াল করে মোবাইল ফোনের (হ্যান্ডসেট) আইএমইআই (IMEI) নম্বরটি জানতে পারবেন।




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com