news | logo

৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে সেপ্টেম্বর, ২০২৪ ইং



অবৈধ টাকা উত্তোলন: ইউএনও’র কারণ দর্শানো নোটিসের জবাব দেননি মহিলা বিষয়ক কর্মকর্তা

প্রকাশিত : জুলাই ০৮, ২০১৯, ০৬:৩৬

অবৈধ টাকা উত্তোলন: ইউএনও’র কারণ দর্শানো নোটিসের জবাব দেননি মহিলা বিষয়ক কর্মকর্তা

চরভদ্রাসন প্রতিনিধিঃ

ফরিদপুরের চরভদ্রাসনে ভূয়া নাম দিয়ে দরিদ্র নারীদের ঋনের টাকা উত্তলোনোর অভিযোগ উঠে মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলীর বিরুদ্ধে। যে কারনে ওই কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে ইউএনও বরাবর আবেদন করেন ভূক্তভোগী এক নারী। সে প্রেক্ষিতে গত ২৭ জুন ৩ কর্ম দিবস সময় বেধে দিয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা।
কিন্তু ৫ কর্মদিবস অতিবাহিত হয়ে গেলেও তিনি কোন প্রকার জবাব প্রদান করেননি।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও বলেন অভিযোগোর প্রেক্ষিতে মহিলা বিষক কর্মকর্তাকে ৩ কর্ম দিবসের মধ্যে সুস্পষ্ট জবাব ও প্রমানাদি দাখিলের জন্য অনুরোধ করা হয়েছিল, তিনি তা করেননি। কাজেই সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষকে আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য জানানো হবে।

প্রসঙ্গত মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে দরিদ্র নারীদের আত্বকর্মসংস্থান মূলক প্রকল্পের অধীনে গবাদী পশু,ছাগল ও হাঁস মুরগী পালন বাবদ মে ২০১৯ এ ১২ জন উপকার ভোগীকে ঋন দেওয়ার নামে উত্তোলন করেন তিনি। কিন্তু ঐ টাকা মাত্র দুজনের মাঝে বিতরন করে বাকী টাকা নিজে রেখে দেন। এমন অভিযোগ উঠে। এবং টাকা উত্তোলনের কথা স্বীকার করেন তিনি।




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com