news | logo

১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৪ ইংসাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবি ঢাবি শিক্ষার্থীদের

প্রকাশিত : সেপ্টেম্বর ৩০, ২০১৯, ০৬:১৯

সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবি ঢাবি শিক্ষার্থীদের

 আগামীর প্রত্যাশা ডেক্সঃ   

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীন থেকে সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। রোববার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

এসময় ওই সাতটি কলেজে চলতি শিক্ষাবর্ষে (২০১৯-২০) ভর্তির জন্য ঢাবি থেকে দেয়া বিজ্ঞপ্তি বাতিলের দাবিও জানান তারা।

আন্দোলনকারীদের মুখপাত্র শাকিল মিয়া বলেন, ‘অধিভুক্তি বাতিলে প্রশাসন আশ্বাস দিলেও বাস্তবায়ন না করায় আমরা হতাশ। অধিভুক্তির যৌক্তিক কোনো সমাধান না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

ঢাবি অধিভুক্ত সাতটি কলেজ হচ্ছে- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।
সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com