news | logo

২০শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ | ২রা ফেব্রুয়ারি, ২০২৩ ইংজানা গেল সৌদিতে করোনায় মৃত ১০ বাংলাদেশির পরিচয়, নতুন শনাক্ত ৩৮২

প্রকাশিত : এপ্রিল ১২, ২০২০, ১৩:৩৭

জানা গেল সৌদিতে করোনায় মৃত ১০ বাংলাদেশির পরিচয়, নতুন শনাক্ত ৩৮২

সৌদি আরবে গত ২৪ ঘন্টায় ৫ জনের প্রাণহানি হয়েছে। এতে করে দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ৫২ জনে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩৮২ জন। মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৩৩ জন। সুস্থ হয়েছেন ৭২০ জন।

সৌদি আরবে বাংলাদেশ কনস্যুলেট জানিয়েছে, মৃতদের তালিকায় ১০ প্রবাসী বাংলাদেশিও রয়েছেন। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট শনিবার এসব হালনাগাদ তথ্য জানানো হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সৌদি আরবের বেশিরভাগ শহরে অনির্দিষ্টকালের জন্য ২৪ ঘন্টা কারফিউ বলবৎ থাকায় দেশজুড়ে জনজীবন স্থবির হয়ে পড়েছে। দেশটিতে অবস্থানরত হাজার প্রবাসী বেকার জীবন নিয়ে শঙ্কা ও হতাশায় দিনাতিপাত করছেন। দেশটির জনগণের পাশাপাশি বাসায় বসে অবরুদ্ধ দিন কাটাচ্ছেন প্রায় ২০ লাখ প্রবাসী বাংলাদেশি।

করোনায় আক্রান্ত হয়ে যে ১০ জন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে- ১. কোরবান, পিতা: রেজাউল করিম, মাতা: হালিমা, গ্রাম: সদরপুর পুরান বাড়ি, পোস্ট: নগরকোন্ডা, উপজেলা সাভার, জেলা ঢাকা।

২. মোহাম্মদ আফাক হোসেন মোল্লা, পিতা: মোঃ আমজাদ হোসেন, মাতা: আনোয়ারা খাতুন, গ্রাম: মাসুম দিশা, পোস্ট: রতন গাও, উপজেলা/জেলা: নড়াইল।

৩. মোহাম্মদ হাসান, পিতা: লিয়াকত আলী, মাতা: শামসুন্নাহার, গ্রাম: চোখ ফেরানো, পোস্ট অফিস: বড় হাতিয়া, উপজেলা: লোহাগড়া, জেলা: চট্টগ্রাম।

৪. মোহাম্মদ জসিম উদ্দিন, পিতা: মুজাফফর আহমেদ, মাতা: দিলোয়ারা বেগম, গ্রাম: আজিমপুর, পোস্ট অফিস: চাঁদাহা, উপজেলা: সাতকানিয়া, জেলা: চট্টগ্রাম।

৫. মান্নান মিয়া, পিতা: আজিজুল হক, মাতা: ফুলজান, গ্রাম: মাধবপুর, পোস্ট অফিস উপজেলা: সিংগাইর, জেলা: মানিকগঞ্জ।

৬. মোঃ রহিম উল্লাহ, পিতা: ফয়েজ উল্লাহ, গ্রাম: পালিগ্রাম, পোস্ট অফিস: ইজ্জত নগর, উপজেলা: বাঁশখালী, জেলা: চট্টগ্রাম।

৭. খোকা মিয়া, পিতা: সিরাজ উদ্দিন, মাতা: রহিমা বেগম, গ্রাম: বড়গ্রাম, পোস্ট অফিস: সাতপাড়া, উপজেলা: শিবপুর, জেলা: নরসিংদী।

৮. নাসির উদ্দিন, পিতা : মোকতার আহমেদ, গ্রাম : অউশিয়া, পোস্ট অফিস :দেউদিঘী, থানা সাতকানিয়া জেলা চট্টগ্রাম।

৯. মোহাম্মদ হোসাইন, পিতা : সৈয়দ আহাম্মেদ, থানা : ভোলা সদর, জেলা ভোলা ।

১০. আব্দুল মোতালেব, পিতা : আব্দুল জলিল, পাবনা।
সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com